• info@bdmsb.edu.bd
  • 01711009900
Logo

ভবানিপুর দাখিল মাদরাসাা

মাদ্রাসা কোড -১৩৫৯২ , জেলা কোড:-৩২

  • অফিস: লোকেশন
  • ডাকঘর ও থানা: শেরপুর , জেলা : বগুড়া
  • অধ্যক্ষের বাণী

    উত্তর বঙ্গেঁর ঐতিয্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান সলংগা ফাজিল মাদরাসা। ১৯৪৭ সালে এ অঞ্চলের মানুষের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে দিতে ও দুনিয়ার কল্যান সাধনের লক্ষে এলাকার সর্বস্তরের মানুষের সম্মলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। মাদরাসাটি ১৯৫৬ সালে দাখিল পর্যায়ে ১৯৬৭ সালে আলিম পর্যায়ে  এবং ১৯৬৯ সালে ফাজিল পর্যায়ে উন্নিত হয়। মাদরাসাটি ১৯৮৫ সালে দাখিল ও আলিম বিজ্ঞান বিভাগ চালু হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মাদরাসাটির পাবলিক পরীক্ষার ইর্ষনীয় ফলাফল ,ছাত-ছাত্রীদের কো- কারিকুলাম একটিভিটিস তাহজীব তামাদুন,শিষ্টাচার ও অনণ্য চারিত্রিক বৈশিষ্ঠ মাদরাসাটিকে  ইতমধ্যেই উত্তর বঙ্গেঁর একটি শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পরিণত করেছে। মাদরাসাটিতে ০৩ (তিন) টি দ্বীতল ভবন ০৪ (চার) টি ১ তলা ভবন ০১ (এক) টি বিজ্ঞান ভবন, ০২ (দুই) টি ছাত্রাবাস ভবন, সু-প্রসারিত শিক্ষক মিলনায়তন,০৩ (তিন) টি ছাত্রী কমন রুম, সাইন্স ল্যাব, লাইব্রেরী কক্ষ, একটি সু-সজ্জিত ওডিটোরিয়াম, ১৭ (সতের) টি পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে। দৃষ্টি নন্দন গেটসহ বিভিন্ন প্রজাতির ফল,ফুল ও কাঠের গাছের সবুজ সমারোহে মাদরাসা ক্যাম্পাসকে গড়ে তোলা হয়েছে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে। এছাড়াও মাদরাসার নিজস্ব ক্যাম্পাসের বহি বিভাগে ৪৭ (সাতচল্লিশ) টি দোকান ও মাদরাসার মুল ক্যাম্পাসসহ প্রায় ০৮ (আট) একর ভূমি রয়েছে। মাদরাসাটি জাতীয় শিক্ষা সপ্তাহ/জাতীয় বিজ্ঞান মেলাসহ সকল প্রতিযোগীতায় অংশগ্রহন নিশ্চিত করে এবং উপজেলা,জেলা পর্যায়ে বহুবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান,প্রতিষ্ঠান প্রধানের মর্যাদা লাভ করেছে। মাদরাসাটিতে ফুটবল,ক্রিকেট,স্কাউট,রোভার স্কাউট,স্বাস্থ সুরক্ষা কমিটিসহ বিভিন্ন দল রয়েছে যাদের নিজ নিজ বিষয়ে দক্ষতা এলাকাবাসীর সু-দৃষ্টি আকর্ষনে সক্ষম হয়েছে। বর্তমানে মাদরাসাটিতে ২৮ জন শিক্ষক,৬ জন কর্মচারী ও ১০৩৩ জন ছাত্র/ছাত্রী রয়েছে। ২০২৩ সালে মাদরাসাটিতে নিজস্ব অর্থায়নে নুরানী শাখা চালু হয়েছে। স্মার্ট বাংলাদেশের অংশীদার হিসেবে অত্র মাদরাসায় স্মার্ট ওয়েবসাইট খুলতে পাড়ায় মহান আল্লাহর সুকরিয়া আদায় করছি। আগামী দিনে সলংগা ফাজিল মাদরাসা বাংলাদেশের একটি শ্রেষ্ঠ মাদরাসা হিসেবে জাতিকে আলোকিত মানুষ উপহার দেওয়ার দূঢ় প্রত্যয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমি কে,এম,আব্দুল মজিদসহ আমার সংগ্রামী সহযোদ্ধা শিক্ষক,শিক্ষিকা মন্ডলী ,গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ অভিভাবকসহ এলাকার সর্বস্তরের জনতার সম্মিলিত  প্রচেষ্ঠা মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন।

    আমিন!
    কে,এম আব্দুল মজিদ
    অধ্যক্ষ

    সলঙ্গা ফাজিল সিনিয়র মাদ্রাসা